প্রবাসে মৃত কর্মীর মৃত্যুর সংবাদ এবং লাশ দেশে আনা : প্রবাসে কেহ মৃত্যুবরণ করলে প্রবাসী কর্মীদের মৃত্যু সংবাদ তার পরিবারকে জানানো এবং মৃতের লাশ আনা হবে কিনা তার মতামতসহ তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,৮৯/২,কাকরাইল, ঢাকা প্রেরণ করা হয়।সরকার নিজ খরচে সংশ্লিষ্ট দেশ থেকে লাশ আনার ব্যবস্থা করেন।দেশের ০৩(তিন)টি বিমান বন্দর (১। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ২। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দর ৩। চট্রগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর ) দিয়ে মৃতের লাশ দেশে আনা হয়। মৃতের পরিবারকে লাশ হস্তান্তর করার সাথে সাথে ‘লাশ পরিবহণ ও দাফন খরচ বাবদ ‘ ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার )টাকার চেক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস