নারী অভিবাসন বিষয়ক তথ্য প্রদান : নারী অভিবাসনে গৃহকর্মী/ বেবিসিটর /কেয়ার গিভার/ গার্মেন্টস কর্মীদের বিদেশে পাঠানো হচ্ছে। বৈধ রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে নির্বাচিত মহিলা নারীদের ০১(এক) মাস বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) (সিরাজগঞ্জের বিদেশ গামী নারী কর্মীদের জন্য পাবনা টিটিসি) ট্রেনিং শেষে স্বল্প সময়ের মধ্যে বিনা খরচে ভাল বেতনে থাকা খাওয়া বাসস্থান ফ্রি যাওয়া আসা ফ্রি ২(দুই) বৎসরের চুক্তিতে ২৫-৩৫ বৎসরের নারীদের নিরাপদে বিদেশে প্রেরণের ব্যবস্থা করা হয় । সরকারি এজেন্সি বোয়েসেল এর মাধ্যমেও নারীদের গার্মেন্টস পেশায় র্জডানে সম্পূর্ণ বিনা খরচে বিদেশে প্রেরণ সহযোগিতা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS