বিবিধ :
১। অভিবাসন বিষয়ে সার্বিক সহযোগিতা ও প্রতি বছর ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস আড়ম্বরভাবে পালন করা হয়।
২। বিদেশগামী কর্মীদের বৈধ পথে দেশে টাকা/রেমিটেন্স প্রেরণের জন্য এবং ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার নিমিত্তে ব্যাংকে ০২(দুই)টি হিসাব খোলার পরার্মশ দেয়া হয়ে থাকি।একটি নিজের নামে অন্যটি পরিবারের সদস্যদের নামে ব্যাংতে হিসাব খোলার জন্র পরামর্শ প্রদান করা হয়।
৩। প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা সম্পর্কে পরার্মশ প্রদান: # বিদেশ যেতে ঋণ প্রদান # সহজে বিদেশ হতে রেমিটেন্স প্রেরনের সহযোগিতা # বিদেশ ফেরতদের বিনিয়োগ সহযোগিতা ।
৪। এছাড়াও বিএমইটি কর্তৃক সময় সময় জারীকৃত বিভিন্ন নির্দেশনা ডিইএমও সিরাজগঞ্জ বাস্তবায়ন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS