প্রাক-বর্হিগমন ব্রিফিং: বিদেশগামী সকল কর্মীর প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, রীতিনীতি, ভাষা, আবহাওয়া, পরিবেশ, অধিকার-কর্তব্য
ইত্যাদি সর্ম্পকে ০৩(তিন) দিনের প্রাক-বর্হিগমন ব্রিফিং দেয়া হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ
ব্রিফিংদেয়া হয়। সিরাজগঞ্জ সদর উপজেলায়, মুলিবাড়িতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মানাধীন
বিধায় বর্তমানে ইন্সটিটিউ অব মেরিণ টেকনোলজি (আইএমটি),মুলিবাড়ি, সিরাজগঞ্জে প্রাক-বর্হিগমন ব্রিফিং
দেয়া হয়। উল্লেখ্য, সিরাজগঞ্জের বিদেশ গামী নারী কর্মীদের জন্য পাবনা টিটিসি’তে ০১(এক)মাসের প্রশিক্ষণ
দেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS