Wellcome to National Portal
Main Comtent Skiped

*জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম*  

 *Welcome to District Employment and Manpower Office, Sirajganj information*


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার :  

#     বিদেশ গমনকারী কর্মীদের রেজিষ্ট্রেশন ও ফিংগার প্রিন্ট করা হয়।

 

#    প্রাক-বর্হিগমন ব্রিফিংএ পেরণ।

 

#    নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার নিয়ম-কানুন সর্ম্পকে জেলা  কর্মসংস্থান ও জনশক্তি অফিসের  ‘অভিবাসী

        তথ্য কেন্দ্র’ থেকে দেয়া হয় ।

 

#   বৈদেশিক চাকুরীর উপযোগী  প্রশিক্ষণে উদ্ধুদ্ধকরন ।

 

#   প্রবাসে মৃত কর্মীর মৃত্যুর সংবাদ এবং লাশ দেশে আনার  মতামতসহ তদন্ত প্রতিবেদন।

#   প্রবাসে মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান :

        ক)  লাশ পরিবহণ ও দাফন খরচ বাবদ অর্থের চেক প্রদানের ব্যবস্থা করা।

        খ)  আর্থিক  অনুদান ’এর চেক প্রদান করা।

 

 

       ঘ) আর্থিক ক্ষতিপূরণ ,ইন্স্যুরেন্স ও বকেয়া পাওনা  সার্ভিস বেনিফিট আদায় এবং ওয়ারিশদের নিকট

           বিতরণ করা।

#    দালাল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ও ক্ষতিপূরণের  ব্যবস্থা করা  হয়।

 

#   বৈধ রিক্রুটিং এজেন্সি সংক্রান্ত তথ্য প্রদান ।

 

#   নিরাপদ নারী অভিবাসন বিষয়ক তথ্য প্রদান করা।

#   প্রবাসী কল্যাণ  ব্যাংকের  সেবা সম্পর্কে  পরামর্শ প্রদান:

 

#  বিভিন্ন এনজিও এর সাথে সমন্বয় করে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে

       সচেতনতামূলক  প্রচার-প্রচারনা করা হয় ।

#  অভিবাসন বিষয়ে সার্বিক সহযোগিতা ও প্রতি বছর  ১৮ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস আড়ম্বরভাবে

       পালন।

#  পেশা নির্দশনা , শ্রম বাজার তথ্য সংগ্রহ , স্থানীয় ও বৈদেশিক  প্রার্থীদের  নিবন্ধীকরণ ও উপস্থাপন।

 

# প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান।  

 

# প্রবাসে আটক  কর্মীদের  মুক্তকরণ  করা।

 

# আহত, পংগু ও অসুস্থ কর্মীদের দেশে ফেরত আনয়ন ও চিকিৎসা  করনো  ব্যবস্থা কর।

 

 

 

৯।  গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ :   নাই